Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহীতে লিফলেট বিতরণে শীর্ষ কর্মকর্তারা মাঠে


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী এখনও সনাক্ত হয়নি, সেইসাথে আইসোলেশনেও কেউ নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার। শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


বিভাগীয় কমিশনার বলেন, বৃহস্পতিবার পর্যন্ত বিভাগে ৮০৯ জন প্রবাসী নিজ এলাকায় ফিরেছেন, এদের মধ্যে ৪০ জনকে ছেড়ে দেয়া হলেও বাকিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেইসাথে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে ঘুড়ে বেড়ানোয় ৯জনকে জরিমানা করা হয়েছে।

এদিকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়ার গুজব ছড়িয়ে সাধারন মানুষের মনে ভীতি সৃষ্টি করা হচ্ছে। এজন্য সাধারন মানুষকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আক্তার।

আজ শুক্রবার সকাল ১০টায় সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে সোনাদিঘী মোড় কাঁচা বাজার পর্যন্ত করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকসহ প্রশাসনের উদ্ধত্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Exit mobile version