Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহীতে শতাধিক শিল্প-কারখানা গড়ে তোলা হবে: মেয়র


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে শতাধিক শিল্প কারখানা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতাদের সাথে মতবিনিময়কালে মেয়র এ তথ্য জানান।

অনুষ্ঠানে বক্তৃতা করছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মেয়র লিটন বলেন, ব্যাপকহারে কর্মসংস্থান সৃষ্টি আমার নির্বাচনি প্রতিশ্রুতি। তাই রাজশাহীতে শতাধিক গার্মেন্টস, শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে চাই। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এসব কারখানা প্রতিষ্ঠা হলে দুই লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে।

তিনি আরও বলেন, রাজশাহী শহরের যানজট সমস্যা নিরসনে ব্যাটারি চালিত অটোরিকশাকে দুই প্রকারের রঙ করে দুই শিফটে ভাগ করা হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এছাড়া শিরোইল বাস টার্মিনালকে সরিয়ে নওদাপাড়ায় নিয়ে যেতে চাই। সেজন্য পরিবহনের সাথে জড়িতদের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।

মতবিনিময় সভায় সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়। মেয়র সেসব দাবি পূরণের আশ্বাস দেন। এছাড়া গত সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় পরিবহন গ্রুপের সবাইকে ধন্যবাদ জানান মেয়র।

মতবিনিময়কালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটারসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


Exit mobile version