রাজশাহীতে শর্টসার্কিট হয়ে বাড়িতে আগুন


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর তেরখাদিয়া মধ্যপাড়া এলাকায় শর্ট সার্কিট হয়ে রোববার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, ওই এলাকার জাহিদ হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।

এক একে পাঁচটি কক্ষে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে বাড়ির টিভি-ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বাড়ির দুই ভাড়াটিয়ার নগদ এক লাখ ১০ হাজার টাকা পুড়ে যায়। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে ঘটনার খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় চারলাখ টাকার আসবাবপত্র ক্ষয়-ক্ষতি হয়েছে।

এছাড়া প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান রাজশাহী সদর ফায়ার সার্ভিসের এই ঊর্দ্ধতন কর্মকর্তা।


শর্টলিংকঃ