Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ আহত ২


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর কাটাখালী এলাকায় বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৭ তে দাঁড়িয়েছে।  শুক্রবার (২৬ মার্চ) বেলা আড়াইটার সময় রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে আসছিল। এসময় কাটাখালীর কাপাশিয়া এলাকায় দুটি গাড়ির সঙ্গে স্থানীয় একটি লেগুনার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে ১১ জন পুড়ে মারা যান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,একটি মাইক্রোবাস ও হিউম্যান হলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে  ঘটনাস্থলে ১১ জন পুড়ে মারা যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত আর ছয় জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেবার পরে মারা যান। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭ তে দাঁড়ায়।

তিনি আরো জানান, রামেক হাসপাতালে ওই দুর্ঘটনায় আহত আরো ২ জনের চিকিৎসা চলছে।


Exit mobile version