- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

রাজশাহীতে সাড়ে ৪০হাজার পরিবারকে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়া শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পবা উপজেলার বিল নেপালপাড়া এলাকায় খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।

এসময় তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসুচির আওতায় রাজশাহীতে প্রায় সাড়ে ৪০হাজার পরিবারকে ১০কেজি করে চাল ও ডাল ও পেঁয়াজসহ স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান দেয়া হচ্ছে। এছাড়া স্থানীয়ভাবেও খাদ্য পণ্য ও নগদ টাকাও বিতরণ করা হচ্ছে। এ সহায়তা থেকে কোনো দরিদ্র মানুষই বাদ যাবে না বলেও জানান তিনি।

জেলা প্রশাসক আরো জানান, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ত্রাণ কমিটির মাধ্যমে অতিদরিদ্র বিশেষ করে যাদের ঘরে খাবেরর যোগান নেই তাদের তালিকা করে খাদ্য দেয়া হচ্ছে। তবে এরকম কেউ যদি তালিকা থেকে বাদ পড়ে তাহলে জেলা প্রশাসন বা ইউএনওকে অবহিত করলে ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন।