Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহীতে স্যাভলনের দাম বেশি নেয়ায় ১০হাজার জরিমানা


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে স্যাভলন অ্যান্টিসেপটিকের দাম বেশি নেয়ায় আরডিএ মার্কেটের আল মদিনা ট্রেডার্সকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক লিটার স্যাভলনের দাম ২২০টাকা। কিন্তু তারা  তিনশ’ টাকা দাম নেয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মারুফ আল হাসান জানান, গত ২২ জুন আরিফুল নামে এক ক্রেতা নগরীর আরডিএ মার্কেটের আল মদিনা ট্রেডার্স থেকে এক লিটারের স্যাভলন অ্যান্টিসেপ্টিক কেনেন।  জারের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ২২০টা লেখা থাকলেও তার কাছ থেকে নেয়া হয় ৩০০টাকা।

পরে ওই ক্রেতা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লিখিত অভিযোগ করেন। অভিযোগের শুনানি শেষে  বৃহস্পতিবার সকালে শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আল মদিনা ট্রেডার্সকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী জরিমানার ২৫শতাংশ টাকা অভিযোগকারীকে দেয়া হয়েছে।


Exit mobile version