রাজশাহীতে হঠাৎ শিলাবৃষ্টি, আমের মুকুল!


এম এ সনি:

রাজশাহীতে হঠাৎ বৃষ্টি। সেইসাথে শিলাবৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। স্কুল কলেজ ফেরত শিক্ষার্থীরা বাসায় ফিরতে পড়ে বিড়ম্বনায়।

আজ বিকাল ৪টা থেকে শুরু হয়ে সাড়ে ৪টা পর্যন্ত এ বৃষ্টি  হয়। আরেফিন ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, হঠাৎ বৃষ্টি হওয়ায়  রুমে ফিরতে দেরি হচ্ছে। আর শীত শীত করছে। অসুখ করতে পারে হঠাৎ ভেজাতে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ সামসুল হক জানান,  শিলাবৃষ্টিতে  আমের মুকুলে সমস্যা হয়।  খুব ভারী শিলাবৃষ্টি হলে আমের ব্যাপক ক্ষতি হয় কিন্তু খুব অল্প পরিমাণে হলে আমের তেমন ক্ষতি হয় না। যদি ১০ ভাগ মুকুল থাকে তাহলেই হয়।

 


শর্টলিংকঃ