Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহীতে হোম কোয়ারেন্টাইন তদারকির নির্দেশ এসপির


নিজস্ব প্রতিবেদক : 

করোনা ভাইরাস প্রতিরোধে নিজ নিজ এলাকায় সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন মানা হচ্ছে কি না তা তদারকিতে রাজশাহীর সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। পুলিশ সদস্যদের নিয়ে এক সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।  

পুলিশ সদস্যদের মাঝে লিফলেট বিতরণ করেন এসপি মো. শহিদুল্লাহ

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী জেলা পুলিশ লাইনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ (বিপিএম, পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আব্দুল মতিন,  রাজশাহী পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার( ইনসার্ভিস) কামরুন নাহার ও অতিরিক্ত পুলিশ সদর মো: ইফতেখায়ের আলম।

সভায় করোনা ভাইরাসের লক্ষণ ও কীভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এসময় পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।  পাশাপাশি সকলকে গুজব থেকে বিরত থাকতে  পরামর্শও দেয়া হয়।


Exit mobile version