Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহীর আমবাগানগুলো পুলিশের নজরদারিতে


নিজস্ব প্রতিবেদক :

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজশাহীর আম বাগানগুলোতে পুলিশের নজরদারি শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ্। আজ বেলা ১১টায় এসপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বক্তব্য রাখছেন এসপি মো. শহিদুল্লাহ

অনুষ্ঠানে এসপি আরো জানান, রাজশাহী জেলার আম সারাদেশ ছাড়াও বিদেশে রপ্তানি হয়। এ কারণে আমে যাতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর-এমন কোনো কেমিক্যাল ব্যবহার না হয় তা নিশ্চিত করতে এরইমধ্যে বাগান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে।এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিভিন্ন উপজেলার আম বাগানগুলো মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।

এসপি শহিদুল্লাহ জানান, মাদকের বিষয়ে জিরো টলারেন্সনীতি বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য প্রতিদিনই অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ হচ্ছে। আটক হচ্ছে মাদকে জড়িতরাও। ফলে মাদক এখন অনেকটা নিয়ন্ত্রণে বলা যায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখায়ের আলম।


Exit mobile version