- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

রাজশাহীর চর খিদিরপুরে ত্রাণ বিতরণ করলো `রক্ত কণিকা বাংলাদেশ`


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার, পবা উপজেলায় চর খিদিরপুরের বন্যাকবলিত ১২০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্ত কণিকা বাংলাদেশ’। আজ মঙ্গলবার পবা উপজেলার চর খিদিরপুরে ত্রাণ বিতরণের উদ্বোধন করা হয়।

অসহায় ও দরিদ্র ১২০টি পরিবারের প্রতি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, চিড়া, লবণ ও বিস্কুট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ‘রক্ত কণিকা বাংলাদেশ’র বোর্ড মেম্বার আনোয়ার জাহিদ অমি, হারিসুল্লাহ, রাজশাহীর টিম প্রতিনিধি তানভীর আহমেদ তুহিন
রক্ত কণিকা বাংলাদেশ ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট জোন এর প্রধান সমন্বয়ক দ্বীন ইসলাম সহ আরো অনেকে।

উল্লেখ্য, রক্ত কণিকা বাংলাদেশ ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা সময় থেকে বিভিন্ন রোগীদের রক্ত প্রদান করে আসছে। এছাড়াও শীতবস্ত্র বিতরণ, ত্রাণ বিতরণ ,শিক্ষা উপকরণ বৃত্তি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় রোগীদের চিকিৎসা ও পঙ্গুদের হুইলচেয়ার প্রদান প্রভৃতি সেবামূলক কাজ করে আসছে।