Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহীর থিম ওমর প্লাজায় ভোক্তা অধিকারের অভিযান : জরিমানা


বিশেষ প্রতিবেদক : 

রাজশাহী নগরীর অভিজাত সুপার থিম ওমর প্লাজায় অভিযান চালিয়ে তিন খাবার দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  বুধবার  দুপুরে প্রায় দু’ঘণ্টা ধরে এখানে নকল ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

থিম ওমর প্লাজায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ ইউনিভার্সাল২৪নিউজেকে জানান,  থিম ওমর প্লাজায় ফাস্টফুডের দোকান ‘আড্ডা’, ‘রেলিশ’ ও  ‘অ্যারো স্পুন’-এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানগুলোতে ভেজাল ও নোংরা ও মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়ায় যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন দোকানকে ৫ হাজার টাকার করে মোট ১৫হাজার টাকা জরিমানা করা হয়।এর আগে ওমর প্লাজায় অবস্থিত অন্তত ৫০টি খাবারের দোকানে অভিযান করা হয়।

থিম ওমর প্লাজায় খাবারের দোকানে পচাঁ গাজর

তিনি আরো জানান, অভিজাত শপিংমলে এমনিতেই দাম বেশি নেয়ার অভিযোগ রয়েছে। কিন্তু খাবার মান অত্যন্ত খারাপ। যা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই আগামী  ২২সেপ্টেম্বর ওমর প্লাজার ব্যবসায়ীদের ভোক্কা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে  ডাকা হয়েছে।

অস্বাস্থ্যকর অবস্থায় ফ্রিজে রাখার খাবার

Exit mobile version