রাজশাহীর হোটেল স্টার ইন্টারন্যাশনালকে ৫০ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় অবস্থিত হোটেল স্টার ইন্টারন্যাশনালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ দুপুর বেলা ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেয়াদ উত্তীর্ণ কোমলপানীয় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করা, পচা সবজি রান্নায় ব্যবহার ও নোংরা- অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং সংরক্ষণ করার অপরাধে এ জরিমানা করে।

রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক( উপ সচিব) জনাব সৈয়দ মোস্তাক হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ কোমলপানীয় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করা, পচা সবজি রান্নায় ব্যবহার ও নোংরা- অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং সংরক্ষণ করার অপরাধে এ জরিমানা করা হয়েছে।


শর্টলিংকঃ