রাজশাহী অঞ্চলে একদিনেই ২৬ জন সংক্রমিত


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগের তিন জেলায়  নমুনা পরীক্ষার পর গত ২৪ ঘণ্টায় ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এটি আগের দিনের চেয়ে ১০ জন বেশি। নতুন আক্রান্তদের মধ্যে ২৩ জন জয়পুরহাটের, বগুড়ার ২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১ জন। তৃতীয় দফায় পরীক্ষার পর করোনাভাইরাস নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেন চিকিৎসকরা। এ নিয়ে এখন পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্ হয়েছেন ২৭ জন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচায্র্ জানান, মঙ্গলবার পর্যন্ত নওগাঁ জেলায় আক্রান্তের সংখ্যা ৭০ জন। তবে একদিনে ২৩ জন আক্রান্ত বেড়ে নওগাঁ জেলাকে ছাড়িয়ে গেছে জয়পুরহাট। এ জেলায় বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বগুড়া। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪১ জন। এ ছাড়াও রাজশাহীতে ১৭, চাঁপাইনবাবগঞ্জ ১৬, নাটোরে ১২ জন, পাবনায় ১৬ জন এবং সিরাজগঞ্জে ৬ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

আরও পড়তে পারেন রাসিক মেয়রর ত্রাণ তহবিলের সর্বকনিষ্ঠ দাতার অনুদান


শর্টলিংকঃ