Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহী কলেজের ম্যানেজমেন্ট বিভাগের র‌্যাগ ডে উদযাপন


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী কলেজের ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের র‌্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

র‌্যাগ ডে উদযাপন উপলক্ষ্যে রাজশাহী কলেজে ম্যানেজমেন্ট বিভাগের শোভাযাত্রা।

পরে কলেজ অডিটোরিয়ামে ‘রাজশাহী জেলায় শিল্পায়ন: প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান।

ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আল-ফারুক চৌধুরী, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো রাজশাহীর ডেপুটি সচিব ড. শাহ্ আলম।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে ও শিক্ষকদের সাথে যথার্থ যোগাযোগ রাখতে বলেন। ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের পড়াশুনা শেষের পর চাকুরি লাভের সুবিধা বেশি থাকে বলেও জানান উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে ম্যানেজমেন্ট বিভাগের সকল শিক্ষকবৃন্দসহ মাস্টার্স ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা অংশ নেন।


Exit mobile version