রাজশাহী কলেজে ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’


নিজস্ব প্রতিবেদক :
মডেল ইউনাইডেট ন্যাশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অব রাজশাহী কলেজের আয়োজনে শুরু হয়েছে তিন দিনের ছায়া জাতিসংঘ সম্মেলন। বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান।

                                    রাজশাহী কলেজ

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ৩০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থী সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করছেন। মোট ৬টি কমিটি জাতিসংঘের আদলে বিশ্বের চলমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘অসাম্য, দ্বন্দ্ব ও প্রাকৃতিক দূর্যোগ দূরীকরণের লক্ষে বৈষিক সম্পর্ক সুদৃঢ়করণ।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন কলেজের উপাধক্ষ্য প্রফেসর আল ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর পিযুষ কান্তি ফৌজদার, ক্লাবের প্রধান উপদেষ্টা ড. সাম্যসাথী ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল নোমান। সম্মেলন শেষ হবে শনিবার। সম্মেলনে আলোচনা ছাড়াও থাকছে সাংস্কৃতিক আয়োজন।


শর্টলিংকঃ