রাজশাহী কলেজ আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন


মেহেদী হাসান,

রাজশাহী কলেজ আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এর উদ্ভোধন করা হয়েছে। উদ্ভোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান এবং উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।

রাজশাহী কলেজ আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্ভোধন

মজ্ঞলবার সকাল ১১টায় কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে এটি অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এসময় অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্ভোধনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, আমরা প্রতিবছরই এ খেলার আয়োজন করে থাকি। খেলাধুলাতে হার-জিত থাকবেই। যারা খেলার দায়িত্বে রয়েছেন তারা সুষ্ঠভাবে খেলাটি পরিচালনা করবেন। শিক্ষকরা অভিভাবকের ভূমিকা পালন করবেন যাতে কোন বিশৃঙ্খলা না হয়।

রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের ফিচারে মোট ২৬টি দলের ১৩টি গ্রুপের মাধ্যমে নক- আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে ছয়টি ও ‘বি’ দুটি গ্রুপে সাতটি গ্রুপের সমন্বয়ে ভাগ করা হয়েছে। যার মধ্যে আজ বেলা ১ টা পর্যন্ত তিনটি দলের মোট ছয়টি বিভাগের খেলা অনুষ্ঠিত হয়েছে।

তৃতীয় সংশোধিত ফিচারে আগামী ৩০ তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কলেজ প্রশাসন।


শর্টলিংকঃ