Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহী কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর উপকণ্ঠ পবার সিলিন্দার চৈতীর বাগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প এই মাসে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমি সবার কাছে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন দিলে নগরীর ব্যাপক উন্নয়ন হবে।

মেয়র আরো বলেন, নগরীর আয়তন বাড়ানোর জন্য ইতোমধ্যে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদিত হলে নগরীর আয়তন অনেক সম্প্রসারিত হবে।
এ সময় রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের শিক্ষকবৃন্দ মেয়রের নিকট বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় মেয়র অতীতের মতো আগামীতেও তাদের পাশে থাকার কথা জানান।

রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি মোঃ গোলাম সারওয়ার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় স্বাগত বক্তব্য দেন এসোসিয়েশনের সহ-সভাপতি শিক্ষা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মিলনমেলা ও বনভোজন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়া, এসোসিয়েশনের সহ-সভাপতি অনু চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনহ এসোসিয়েশনভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শেষে মিলনমেলায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ করেন মেয়র।


Exit mobile version