রাজশাহী জেলায় উচ্চমাধ্যমিক দিচ্ছে দেড় লাখ শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীসহ সারাদেশে সোমবার থেকে একযোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার বোর্ডের অধীনে মোট ১ লাখ ৫০ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

রাজশাহী রোর্ডের অধীনে বিভাগের নয় জেলায় মোট ১৯৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি।

গতবছর পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৪১ হাজার ৫৮৬ জন। অর্থাৎ গতবছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার ৩৬৮ জন।
বোর্ড সূত্রে জানা গেছে, মোট ১ লাখ ৫০ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৬৯৮ জন নিয়মিত। এর মধ্যে ৮২ হাজার ১৬৯ জন ছাত্র ও ৬৮ হাজার ৭৯৫ জন ছাত্রী। আর অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ২৫৬ জন। এর মধ্যে ২৫ হাজার ৫৫০ জন এক বিষয়ে ও ৫ হাজার ৭০৬ জন দুই বিষয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে।


শর্টলিংকঃ