রাজশাহী নগরীতে একদিনেই ৬২ জনের করোনা শনাক্ত


নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার রাজশাহীর দুটি ল্যাবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন মাত্র রোগীর বাড়ি জেলার বাগমারা ও চারঘাট উপজেলায়। বাকি ৬২ জনই রাজশাহী নগরীর বাসিন্দা।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে এ দিন ৬০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৫৮ জনই আছেন রাজশাহী মহানগরীতে। বাকি দুইজন আছেন চারঘাট উপজেলায়। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এ দিন তাদের ল্যাবে মোট ১৫২টি নমুনার রিপোর্ট হয়েছে। এর মধ্যে ৬০টি নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কর্মী, পুলিশ ও চিকিৎসা কর্মীসহ সাধারণ মানুষ রয়েছেন। আক্রান্ত রাজশাহী সিটি করপোরেশনের কর্মীরা হলেন- আলাউদ্দিন (৪৬), আজিজুন্নাহার (৩৭), হাসিবর রহমান (৫০), আক্তারুন্নেসা (৪০), আফসানা পারভিন (২৫), জাহাঙ্গীর (৪৮) ও রাসেল (২৪)। আক্রান্ত পুলিশ সদস্যরা সবাই বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- আতিকুল ইসলাম (২৮), আবু রায়হান (৪০), নাজমুল ইসলাম (৪৬), এজাবুল হক ৪৪), সোহেল রানা (২৮), ইসমাইল হক (৩৯), জেবর আলী (৩৩), আবদুল মজিদ (৫০)

শ্যাম লাল এক্কা (২৯) ও ইবনে মিজান (৩১)। এছাড়া রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের ডা. মো. হাবিবুল্লাহ (২৫), সিনিয়র স্টাফ নার্স বেলাল উদ্দিন সোহেল (৩৫), সেলিনা খাতুন (৩২), বয় সঞ্জিত রায় (৪১), ২৯ নম্বর ওয়ার্ডের রোগী জেসমিন বেগম (৩০), নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) মৃত রোগী বুলবুলি (৬০) এবং সংক্রমক ব্যাধি হাসপাতালের রোগী কানাইয়ের (৫০) করোনা পজিটিভ এসেছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরে কর্মরত নূর আলম সিদ্দিক (৩৭)

এবং জেলার চারঘাট উপজেলার বাসিন্দা সেন্টু সরকার (২৯) ও লাবনীর (২৫) সংক্রমণ ধরা পড়েছে এ দিন। শনাক্ত অন্য কোভিড-১৯ রোগীরা হলেন- নগরীর কেশবপুরের পার্থ চৌধুরী (৩৪), ঘোড়ামারার এসএম রোকনুজ্জামান (৩১), মনিরুজ্জামান (৬৪), কাজিহাটার আবদুস সালাম (৩৯), নগরীর ২ নম্বর ওয়ার্ডের আমজাদ হোসেন (৫৫), ৪ নম্বরের রাব্বি আহমেদ (২৪), মনির হোসেন (২৭), আসলাম হোসেন (২৫), জুয়েল রানা (২৪), মেহেদী হাসান (২৫), শিমুল রানা (২৪), ফজলুল হক (৪০), কাওসার হোসেন (২৫),

রুহুল আমিন (২৫), সাহাবুল প্রামানিক (২২), আবদুল হাকিম (২৫), মোহাম্মদ আলী (২৩), তরিকুল ইসলাম (২২), সাজ্জাদ হোসেন (২৫), ৮ নম্বরের ফারজিনা (৩০), সাফিদ (৭), ৫ নম্বরের মুসলিমা বেগম (৬৪), ৭ নম্বরের এহসানুল কবীর (৪০), আফরোজা বেগম (৬০), ১৩ নম্বরের মোস্তাফিজুর (২৯), মাইনুল হক (৬৯), ২০ নম্বরের হাসিনা জামান (৪০),৩ নম্বরের আতিয়া নাসরিন (৩০), ৫ নম্বরের আবিদ হাসান (২৬), ১১ নম্বরের তন্ময় চন্দ্র (২০), ১৪ নম্বরের এনএস মনজুরুল ইসলাম (৫৬) এবং ২৩ নম্বরের কমলিনী (৬৫)।

এর আগে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার মোট ১৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এর মধ্যে চারজন রাজশাহী নগরীর এবং দুইজন জেলার বাগমারা উপজেলার বাসিন্দা। রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ল্যাবে মোট ১৮১টি নমুনার রিপোর্ট হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ মোট ১৯ জনের মধ্যে ১৩ জনের বাড়ি পাবনা। বাকি ছয়জন রাজশাহীর বাসিন্দা।

এ ল্যাবে শনাক্ত বাগমারার দুইজন হলেন- মোস্তফা (৫০) ও মোবারক হোসেন (৩০)। নগরীতে থাকা চারজনের মধ্যে তিনজনই র‌্যাব সদস্য। তারা হলেন- র‌্যাব-৫ এ কর্মরত রাজিব ইসলাম (৩৬), কাজী শহিদুল ইসলাম (৩২) ও রাজিব আহম্মেদ (৩২)। আক্রান্ত অন্যজন রামেক হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান (২৭)। দুই ল্যাবে এ দিন রাজশাহীর মোট ৬৬ জনের করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭৭ জনে দাঁড়াল।


শর্টলিংকঃ