রাজশাহী নগর আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার ঢাকায় দলীয় প্রধান কমিটির অনুমোদন দেন। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি ঢাকায় এসেছি। কমিটি অনুমোদনও হয়েছে। এখনও কপি হাতে পাইনি। কপি হাতে পেলে অনুমোদিত কমিটির ব্যাপারে বিস্তারিত জানাতে পারব।

দলের একাধিক সূত্র জানিয়েছে, সম্মেলনে নির্বাচিত সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বাধীন এই পূর্ণাঙ্গ কমিটিতে দুটি চমক রয়েছে। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আহসানুল হক পিন্টুর স্থান হয়েছে যুগ্ম সম্পাদক পদে।

আর আগের কমিটির উপ সম্পাদক মীর ইসতিয়াক লেমনকে পদোন্নতি দিয়ে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

গত ১ মার্চ রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দ্বিতীয়বারের মতো সভাপতি হন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আর সাধারণ সম্পাদক হন ডাবলু সরকার। এর পর গত ২০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য পাঠানো হয় কেন্দ্রে।


শর্টলিংকঃ