Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহী পলিটেকনিক অধ্যক্ষ লাঞ্ছনায় ছাত্র মৈত্রীর নিন্দা


রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ কে ছাত্রলীগ
পানিতে ফেলে দিয়ে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পলিটেকনিক ইন্সটিটিউট এর
বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক ছাত্রনেতারা।

আজ বেলা ১১ টায় অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ এর সাথে সাক্ষাৎ করে উক্ত ঘটনায়
সমবেদনা জানিয়ে স্যারের পাশে থাকার পূর্ন আশ্বাস দেয় ক্যাপাসের সাবেক ছাত্রনেতারা।সাবেক
ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রেজওয়ানুর জামান রাফি, তামিম শিরাজী, শরিফুল ইসলাম
জয়, বিপ্লব সরকার, জামিল হোসেন,জসিম উদ্দিন প্রমুখ।

পলিটেকনিক এর সাবেক ছাত্রনেতা তামিম শিরাজী বলেন-“আমরা দীর্ঘ সময় পলিটেকনিক এ
রাজনীতি করেছি,ছাত্রদের দাবি নিয়ে অনেক সময় শিক্ষকদের সাথে উক্তক্ত্য বাক্য বিনিময় হয়েছে
অবরুদ্ধ করবার ঘটনা ঘটেছে ঠিকি তবে কখনোই শিষ্ঠাচার বর্হিভূত কোন কাজ আমরা
করিনি।

প্রকাশ্য দিবালোকে অধ্যক্ষকে পানিতে ফেলে দেবার ঘটনা পলিটেকনিক এর ইতিহাসে কলঙ্কিত
একটি ঘটনা। ছাত্রলীগ এর কতিপয় নেতা যে ধৃষ্টতা দেখিয়েছে তা মেনে নেয়া যায়না।যারা শিক্ষকদের
সম্মান দিতে জানেনা তাদের ছাত্র রাজনীতি করবার কোন অধিকার নেই। দোষীদের পরিচয় যাই হোক
না কেন তাতে বিচার যেন বাধাগ্রস্থ না হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে ছাত্র শিক্ষক
সর্বপরি জাতির কলংক মোচন করা হোক আমরা এই দাবি জানাই।”

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর সুষ্ঠ পরিবেশ রক্ষার্থে ছাত্র শিক্ষকদের চলমান আন্দোলনে
একাত্বতা জানিয়ে সর্বাত্তক সহায়তার আশ্বাস দেয় সাবেক এই ছাত্রনেতারা।

 


Exit mobile version