রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের স্মৃতি ও শিক্ষার্থীদের মধ্যে তাঁর কর্ম জীবন তুলে ধরার প্রয়াসে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন- রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রুয়েটের রেজিষ্ট্রার অধ্যাপক সেলিম হোসেন, রাজশাহী মেডিকেলের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, রুয়েটের অফিসার সমিতির দাবির প্রেক্ষিতে চলতি বছরের ৮ এপ্রিল উপাচার্য রফিকুর ইসলাম সেখ বঙ্গবন্ধু কর্নার স্থাপনের জন্য নয় সদস্যের কমিটি গঠন করে দেন। এরই ধারাবাহিকতায় ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়।


শর্টলিংকঃ