রাজশাহী বিভাগে এক হাজারের বেশি পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিভাগের আট জেলায় এবছর প্রায় সাড়ে তিন হাজার মণ্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপিত হবে। তবে এর মধ্যে এক হাজারের বেশি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার রাতে রাজশাহী বিভাগের পুলিশ সুপারদের এক বিশেষ সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, এই বিভাগে মোট ৩হাজার ৮৪২টি মণ্ডপ পূজা উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। এর মধ্যে এক হাজার ৭০টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে রাজশাহীতে ১১৯টি, চাঁপাইনবাবগঞ্জে ৩৭টি, নওগাঁতে ২৪২টি নাটোরে ১৮৫টি, পাবনায় ৯০টি,  সিরাজগঞ্জে ১৫১টি, বগুড়ায় ২৯১টিও জয়পুরহাটে ১২৫টি। তবে এগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার জানান, পূজা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। তবে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারেন, এজন্য সব ধরনের নিরাপত্তা থাকবে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সকাল জেলার পুলিশ সুপাররা ছাড়াও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ