Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শাপলা খাতুন নামে এক নারী মারা গেছে। সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮নং ওয়ার্ডে  সে মারা যায়। শাপলা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার হাসিবুল ইসলামের স্ত্রী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ইউনিভার্সাল২৪নিউজকে জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিল। কিন্তু ধীরে ধীরে তার কিডনী বিকল হয়ে পড়ে। এতে সে মারা যায়।

এদিকে, গত ২৪ঘণ্টায় আরো ৪জন ডেঙ্গুর নতুন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। বর্তমানের মোট চিকিৎসাধীন আছেন ৩৫জন।

এর আগে, গত ১২ আগস্ট রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত আব্দুল মালেক (১৯) মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার বাসিন্দা তবে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ঈদ উপলক্ষে রাজশাহী আসেন। এরপর তার অবস্থার অবনতি হলে চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


Exit mobile version