রাজশাহী সায়েন্টিফিক স্টোরকে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজশাহী সাইন্টিফিক স্টোরকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে এক অভিযানে এ জরিমানা করা হয়। 


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, একজন ভোক্তা রাজশাহী সায়েন্টিফিক স্টোর থেকে হ্যান্ডগ্লাভস কেনেন। তবে হ্যান্ডগ্লাভসের মোড়কের গায়ে সর্বোচ্চ বিক্রয় মূল্য লেখা ছিলনা। ওই ভোক্তা লিখিত দিলে বুধবার সকালে সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ অভিযুক্ত প্রতিষ্ঠান রাজশাহী সায়েন্টিফিক স্টোর কে মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ অনুযায়ী আট হাজার টাকা জরিমানা করেন।

সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান,  আরোপিত জরিমানার ২৫ শতাংশ পরিমাণ  টাকা ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৭৬(৪) অনুযায়ী অভিযোগকারী ভোক্তাকে প্রদান করা হবে। অবশিষ্ট টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হবে।

আরো পড়তে পারেনপ্রযুক্তিজ্ঞান না থাকায় ভার্চুয়াল কোর্টে আগ্রহী নন আইনজীবীরা


শর্টলিংকঃ