Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহী সীমান্তে ফেনসিডিলি-ইয়াবা জব্দ, আটক ১


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর সীমান্ত এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিল ও ১৯০ পিস ইয়াবাদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার দিবাগত রাতে আলাদা দুটি অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মাদকদ্রব্যসহ বিজিবির হাতে গ্রেফতার

এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তার নাম মো. সালাউদ্দিন (৪২)। তিনি রাজশাহীর দামকুড়া থানার চরমাজারদিয়াড় গ্রামের আব্দুল কাদেরের ছেলে। শনিবার সকালে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির সোনাইকান্দি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল দামকুড়া থানার আইবাদ পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

অন্যদিকে বিজিবির চরমাজারদিয়াড় সীমান্ত ফাঁড়ির একটি টহল দল চরমাজারদিয়াড় পুরাতন স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।


Exit mobile version