Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহী সীমান্তে বিজিবির গুলিবর্ষণ : বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক পাচারের সময় চোরাকারবারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বিজিবি।  গতরাত ১২টার দিকে পদ্মার ১০নং পদ্মার চর সীমান্তে এ ঘটনা ঘটে। এসময় ১০০২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

বিজিবি’র জব্দ করা ফেনসিডিল

বিজিবি’র ১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ নং পদ্মার চর বিওপি হতে ১০ সদস্যের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৬৮/৬-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বাথানবাড়ী নামকস্থানে অবস্থান নেয়।

এ সময় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ পাচারকারী দল ভারত হতে বাংলাদেশে মাদক পাচারের চেষ্টা করে।  এসময় বিজিবি তাদেরকে মৌখিক বাধা প্রদান করলে তারা  হামলার চেষ্টা করে। তবে তাৎক্ষনিক অধিনায়ক এর নির্দেশে টহল দলের সদস্য  হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলম পাঁচ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।  ফলে মাদক পাচারকারীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে এক হাজার দুই বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে  বিজিবি।


Exit mobile version