Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযান : পিস্তুল ও গুলি জব্দ


 নিজস্ব প্রতিবেদক : 

রাজশাহী সীমান্ত থেকে বিদেশী অস্ত্র, গুলি ও ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। শনিবার দিনগত গভীর রাতে এগুলো  চোরাকারবারীদের ধাওয়া করে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত একটার দিকে  ১ ব্যাটেলিয়নের অধিনায়ক  লে. কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে রাজশাহী ৬ সদস্যের একটি বিশেষ টহলদল  সীমান্ত পিলার ৬৮/৬-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বাথানবাড়ী নামক স্থানে এ্যাম্বুস পেতে থাকে।

এ সময় ০৪-০৫ জনের একটি সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী দল ভারত হতে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা করলে  বিজিবি জওয়ানরা তাদেরকে মৌখিক বাধা  দেয়।   কিন্তু অস্ত্রপাচারকারীরা  বিজিবি দলের উপর আক্রমণাত্মক হয়ে ওঠে। এসময়  বিজিবি টহল দল অস্ত্র পাচারকারীদের আটকের করার চেষ্টা  করে। এসময় তারা পিছু হটে।

পরে টহল দলের ধাওয়ায় অস্ত্র পাচারকারীরা ভারতের অভ্যন্তরে  পালিয়ে যায়।   টহলদল ঘটনাস্থল হতে একটি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি, ম্যাগাজিন ২ টি এবং  ১০০ বোতল ফেনসিডিল  জব্দ করে।


Exit mobile version