রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশকারীদের বিচার দাবি


নিজস্ব প্রতিবেদক :

বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপুসহ মুক্তিযুদ্ধের সংগঠকদের রাজাকারের তালিকায় নাম প্রকাশকারীদের বিচার দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট রাজশাহী জেলার শাখার নেতারা।বুধবার রাজশাহীর সাহেব বাজারে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোট রাজশাহী জেলার শাখার সংগঠক জিন্নাত আরা জানান, বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপুসহ মুক্তিযুদ্ধের সংগঠকদের রাজাকারের তালিকায় নাম প্রকাশ করায় নিন্দা ও হেন কাজের জন্য দোষীদের শাস্তি দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোট রাজশাহী জেলার নেতৃবৃন্দ। নগরীর সাহেব বাজার এলাকায় এই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিটি বেলা ১২ টায় শুরু হয়। নিন্দনীয় এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধাদের রাজাকার আখ্যায়িত করায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কে ধিক্কার জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি রাজশাহী জেলা সভাপতি এনামুল হক, সিপিবি রাজশাহী জেলা সাধারণ সম্পাদক ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, বাসদ রাজশাহী জেলা আহ্বায়ক আলফাজ হোসেন প্রমুখ।


শর্টলিংকঃ