রাণীনগরে আনছার ভিডিবির মাঝে ত্রান সামগ্রী বিতরণ


রাণীনগর (নওগাঁ )প্রতিনিধি:

মঙ্গলবার (৫ মে) সকালে নওগাঁর রাণীনগরে বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ শতাধিক সদস্যদের মাঝে ত্রান সামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, পিঁয়াজ, আলু, সাবান ও একটি করে ম্যাস্ক বিতরন করা হয়।

বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে করোনার পার্দুভাবে উপজেলার কর্মহীন হয়ে পড়া দু:স্থ্য, অসহায়, হত-দরিদ্র আনছার ও ভিডিবির সদস্যাদের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। কুজাইল বালিকা বিদ্যালয়, রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসায় ও কালিগ্রাম ইউনিয়নসহ মোট তিনটি স্থানে তিনশত আনছার সদস্যাদের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনছার ভিডিবি অফিসার মোঃ রুস্তম আলি, উপজেলা প্রশিক্ষিকা আফরোজা খাতুন, উপজেলা প্রশিক্ষক জীবন মাহমুদ সহ সকল ইউনিয়ন কমান্ডার প্রমূখ।


শর্টলিংকঃ