রাণীনগরে করোনা প্রতিরোধে পুলিশের টহল


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে “বাংলাদেশ পুলিশ বাহিরে আছে, নিজেদের সুরক্ষায় আপনারা ঘরে থেকে আমাদের সহযোগিতা করুন” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে রাত-দিন উপজেলার বিভিন্ন হাটবাজার পাড়া মহল্লায় ব্যস্ততম সড়কে পিকআপ ভ্যানসহ মোটর সাইকেল যোগে প্রচারণা চালিয়ে যাচ্ছে রাণীনগর থানা পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার দিক নির্দেশনায় পুলিশ কয়েকটি বড় দলে বিভক্ত হয়ে টহল বহর বের করে জনস্বার্থে কাজ চালিয়ে যাচ্ছে।

বুধবার সকালে রাণীনগর উপজেলার সদর রাণীনগর বাজার, বিজয়ের মোড়, আবাদপুকুর বাজার, কুজাইল ত্রিমোহনী, বেতগাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে সচেতন মূলক প্রচারণা চালানো হচ্ছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হকের আয়োজনে নওগাঁ জেলা পুলিশের ডিএসবি’র এএসপি মোছা: সুরাইয়া আক্তার সচেতনতা বৃদ্ধি করার লক্ষে মাইকিং করে সর্বসাধারণকে নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ ঘরে থাকার পরামর্শ দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারেকুর রহমান, ডিএসবি’র রাণীনগর থানার দায়িত্বে নিয়েজিত ডিআইও মো: দেলোয়ার হোসেনসহ রাণীনগর থানার সকল এসআই, এএসআই।

 


শর্টলিংকঃ