- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

রাণীনগরে চিকিৎসকসহ ১৬ জন করোনা মুক্ত


রাজেকুল ইসলাম ,রাণীণগর(নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে সর্বশেষ ৯ জনের নেগেটিভ প্রতিবেদন আসার পর ১৬ জনের সবাইকে করোনা মুক্ত বলে ঘোষনা করা হয়েছে। ফলে, জেলার প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রাণীনগর উপজেলা বর্তমানে করোনা আক্রান্ত রোগী থেকে মুক্ত হলো।


উপজেলা স্বাঃ ও পঃ পঃ কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, ঢাকা এবং নারায়নগঞ্জ ফেরত ব্যক্তিদের সংস্পর্শে আসায় একই পরিবারের ৬দিন বয়সের শিশুসহ ৭জন এবং আরেক পরিবারের ২জন, হাসপাতালের চিকিৎসক, সেবিকা, এ্যাম্বুলেন্সচালকসহ উপজেলায় ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ১৮ জনের মধ্যে ইতিমধ্যে ১৬জনই করোনা মুক্ত হয়েছেন। বাকী ২ জনের মধ্যে একজন আত্রাই উপজেলায় ও অপর জন খট্টেশ্বরের আক্রান্ত ব্যক্তি ঢাকায় অবস্থান করছে।

আরও পড়তে পারেন  দুর্গাপুরে দশম শ্রেণীর ছাত্র করোনা আক্রান্ত

তিনি আরো বলেন, রাণীনগর উপজেলায় করোনা আক্রান্ত ১৬ জন হোম আইসোলেশনে থেকে নিবির চিকিৎসা গ্রহন করেন। ধারাবাহিক প্রতিবেদনে একের পর এক আক্রান্ত ব্যক্তিদের প্রতিবেদন নেগেটিভ আসতে থাকে। সর্বশেষ শুক্রবার রাতে আরো ৯ জনের নেগেটিভ প্রতিবেদন হাতে জেলার প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রাণীনগর উপজেলা বর্তমানে করোনা আক্রান্ত রোগী থেকে মুক্ত হলো।