রাণীনগরে ত্রাণের চাল উদ্ধারের ঘটনায় মামলা


রাণীনগর প্রতিনিধি :
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় নওগাঁর রাণীনগর উপজেলার আয়াত আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে প্রায় সাড়ে ৫ মে: টন ( ১৩৮ বস্তা) সরকারি ত্রাণের চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

রাণীনগর উপেজলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম বাদী হয়ে একমাত্র আয়াত আলী আসামী করে রাণীনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।আয়াত আলী কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়ার আয়েন উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ ( সাড়ে ৫ হাজার কেজি) সরকারি ত্রাণের চাল ভিজিটি ও খাদ্য বন্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো আল মামুন অভিযান চালিয়ে, ওই চাল উদ্ধারের পর স্থানীয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের জিম্মায় রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


শর্টলিংকঃ