রাণীনগরে পল্লীবিদ্যুতের টেকনিশিয়ানকে কুপিয়ে জখম


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান সেলিম আহম্মেদ (৪২) কে সোমবার বিকেলে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্নক ভাবে জখম করা হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রথমে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা বেগতি দেখে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাট ইউনিয়নের চরকানাই গ্রামে। এব্যাপারে রাণীনগর জোনাল অফিসের এজিএম সাইদি সবুজ খাঁন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েক জনের নামে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করলেও এজাহার নামীয় কোনো আসামীকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

জানাগেছে, পল্লীবিদ্যুৎ সমিতি নওগাঁ-১ এর রাণীনগর জোনাল অফিসের আওতায় গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষে উপজেলার ৮টি ইউনিয়নে বিভিন্ন গ্রামের গ্রাহকদের এনালক মিটার খুলে ডিজিটাল মিটার স্থাপন এবং ভাঙ্গা মিটার পরিবর্তন করার কাজ চলছে। এর ধারাবাহিকতায় সোমবার বিকেলে অফিসের নির্দেশনায় লাইন টেকনিশিয়ান সেলিম আহম্মেদসহ আরো একজন মিটার পরিবর্তন করার জন্য উপজেলার মিরাট ইউনিয়নের চরকানায় গ্রামে যায়।

ওই গ্রামের গ্রাহক মৃতু আফজাল হোসেনের ভাঙ্গা মিটার খুলে নতুন মিটারস্থপন করার সময় আফজালের স্ত্রী বাধা দেয়। এর পর আফজালের ছেলে বিদ্যুৎ হোসেন নতুন মিটার কেরে নিয়ে বাড়ীতে নিয়ে যায় । পরে পুরাতন মিটারও কেরে নেয়ার সময় বাকবিতন্ডা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আফজালের ছেলে বিদ্যুৎ হোসেন হাসুয়া নিয়ে এসে লাইন টেকনিশিয়ান সেলিম আহম্মেদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

খবর পেয়ে অফিসের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক জানান, লাইন টেকনিশিয়ানকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে


শর্টলিংকঃ