Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাণীনগরে বাজার মূল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালতের অভিযান


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে বিভিন্ন নিত্যপন্য দ্রব্য সামগ্রী বাজার মূল্য নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-মামুন। অভিযান চলাকালিন সময়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীসহ ৪ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, করোনা ভাইরাসের আতংকে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা হঠাৎ করে পেয়াজ, রসুন, চালসহ বিভিন্ন নিত্যপূন্যে দ্রব্যসামগ্রীর দাম বাড়িয়ে বিক্রি করার দায়ে শনিবার উপজেলার ত্রিমোহনী হাটসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়ায় ভোক্তা অধিকার আইনে পেয়াজ, রসুন, আদা পাইকারী ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে ৫হাজার লালু আহম্মেদকে ৫হাজার শুক্রবার বিকেলে আবাদপুকুর বাজারে মুদি দোকানদার দুই জনকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। বাজার নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদেও বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ একটি ভোট পড়লেও নির্বাচন অংশগ্রহণমূলক: ইসি সচিব


Exit mobile version