রাণীনগরে মা-ছেলের মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা ?


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে পৃথক দুই ঘর থেকে বিদেশ ফেরত যুবক আসলাম (৩৫) ও তার মা আশেদা বিবি (৬০)’র লাশ শনিবার ৯ মে সকালে উদ্ধার করা হয়েছে।

রাণীনগরে মা-ছেলের লাশ উর্দ্ধার, হত্যা না আত্নহত্যা ?

তবে মা-ছেলের এক সাথে এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে হত্যা না আত্নহত্যা তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে।

জানা গেছে, উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের আব্দুস ছালামের স্ত্রী আশেদা বিবি ও তার বড় ছেলে আসলাম প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পরে।

আব্দুস ছালামের ছোট ছেলে আল-আমিন জানান, নিহত আব্দুস সালাম এক বছর পূর্বে দেশে ফিরে মা-ছেলে এক বাড়ীতেই থাকতেন। শনিবার সকাল ৭টার দিকে পার্শ্বের একটি দোকানে চা পান করে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকিতে সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে আমার মায়ের মৃত দেহ মাটিতে পড়ে থাকতে দেখি।পরে পাশের ঘরে সালাম ভাইকেও গলায় রশি পেঁচানো বিবস্ত্র অবস্থায় লাশ মাটিতে পরে থাকা অবস্থায় দেখতে পান বলে তিনি জানান।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শর্টলিংকঃ