রাণীনগরে স্কুল ছাত্রী অপহরণ , যুব মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে মামলা


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে ৭ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে থানা যুব মহিলালীগের সাধারণ সম্পাদকসহ ৫জনকে আসামী করে রাণীনগর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ওই ছাত্রীকে উদ্ধার কিংবা কোনো আসামীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার ৫দিন অতিবাহিত হলেও ওই ছাত্রীকে এখনও উদ্ধার করতে না পারায় অজানা আতংকে রয়েছে স্বজনরা।

জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাউল দক্ষিন পাড়া গ্রামের জনৈক ব্যক্তির স্কুল পড়ুয়া মেয়েকে একই গ্রামের জান্টুর ছেলে সজীব (২১) তার পিতা-মাতাসহ ৫/৬জন মিলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মেয়ের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

এব্যাপারে মেয়ের বাবা মোজাম্মেল সরদার বাদি হয়ে অপহরণের মূল হোতা সজীব তার মা রাণীনগর থানা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, বাবা জান্টুসহ ৫জনকে আসামী করে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, স্কুল ছাত্রী অপহরণের ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামী এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।


শর্টলিংকঃ