Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাণীনগর সমবায়ীদের দিনব্যাপী করোনা বিষয়ক প্রশিক্ষণ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাণীনগর উপজেলা শাখার  উদ্যোগে  সমবায়ী সদস্যদের করোনা মহামারীতে করণীয় এবং সচেতনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৮ জুন উপজেলা বিআরডিবি’র হল রুমে স্বাস্থ্য বিধি  মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রাথমিক সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিআরডিবি’র উপ-পরিচালক খাদেমুল বাশার।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন রাণীনগর বিআরডিবির জুনিয়র কর্মকর্তা (হিসাব) মহিবুল ইসলাম এবং সহকারী হিসেবে উপস্থিত ছিলেন রহিদুল ইসলাম রাইপ। উপজেলার ৩০টি প্রাথমিক সমবায় সমিতির প্রতিনিধিগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।


Exit mobile version