রাতে নারীদের নিরাপত্তায় বেশি আলোকিত রাস্তা চিনিয়ে দেবে গুগল ম্যাপ


ইউএনভি ডেস্ক:

গুগল ম্যাপে আসছে নতুন ফিচার। গুগলের তরফে জানানো হয়েছে, রাতে অন্ধকার রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেক মহিলাই সমস্যায় পড়েন। তাদের সাহায্য করতে নতুন ফিচার আনছে গুগল ম্যাপ।

রাতে নারীদের নিরাপত্তায় বেশি আলোকিত রাস্তা চিনিয়ে দেবে গুগল ম্যাপ
রাতে নারীদের নিরাপত্তায় বেশি আলোকিত রাস্তা চিনিয়ে দেবে গুগল ম্যাপ

এই ফিচারের সাহায্যে গুগল ম্যাপের মাধ্যমে কোন রাস্তা রাতে বেশি আলোকিত তা বুঝতে পারবেন ব্যবহারকারী। এক্সডিএ ডেভেলপারদের হাতে তৈরি এই ফিচারে বলা হয়েছে, যারা গুগল ম্যাপ ব্যবহার করেন, তারা বেশি আলোকিত রাস্তায় একটি হলুদ রঙের উজ্জ্বলতা দেখতে পাবেন। যেমন রাস্তায় যানজট থাকলে লাল রং দেখা যায়, তেমনই আলোকিত রাস্তার ওপর হলুদ রঙের আস্তরণ দেখতে পাবেন ব্যবহারকারীরা।

সাধারণ অ্যাপ ট্র্যাক ডাউন করার সময় এবং গুগল ম্যাপের বেটা ভার্সনে এই সুবিধা পাওয়া যাবে এখন। এরপর এটি সাধারণ ব্যবহারকারীও অ্যাপে পাবেন। কিন্তু ভারত যেহেতু নারী সুরক্ষার দিক থেকে অন্যতম পিছিয়ে পড়া একটি রাষ্ট্র, তাই এখানেই এই ফিচার আগে চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।


শর্টলিংকঃ