রাণীনগরে ইরি-বোরো ধান ক্রয়ের উন্মুক্ত লটারী


রাজেকুল ইসলাম, রাণীনগর:

নওগাঁর রাণীনগরে সরকারি খাদ্য গুদামে প্রান্তিক ও মাঝারি চাষিদের নিকট থেকে সরাসরি ইরি-বোরো ধান ক্রয়ের জন্য কার্ডধারি কৃষকদের মধ্যে থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৯৫ জন কৃষক নির্বাচন করা হয়েছে।

বৃহস্প্রতিবার ১৪ মে দুপুরে উপজেলা ধান চাল সংগ্রহ কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আল-মামুনের সভাপতিত্বে স্থানীয় হলরুমে ৮টি ইউনিয়নের মধ্যে প্রথম দিন ২নং কাশিমপুর ইউনিয়নের কৃষকদের মাঝে উন্মুক্ত লটারী করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, কৃষি অফিসার শহিদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, ওসি এলএসডি শরিফুল ইসলামসহ কাশিমপুর ইউনিয়নের বেশ কিছু কৃষক।

চলতি ইরি-বোরো মৌসুমে রাণীনগর উপজেলায় ৩ হাজার ৪শত মেট্রিকটন ধান ১হাজার ৪০টাকা প্রতি মন দরে কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে। সেই বিভাজন মোতাবেক কাশিমপুর ইউনিয়নে ৯৫ জন কৃষককে উন্মুক্ত লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কৃষকরা প্রত্যেকে ২মেট্রিকটন করে ধান সরকারি গুদামে দিতে পারবে।


শর্টলিংকঃ