Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাবিতে আইটি-আইটিইএস চাকরি মেলা শুরু


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী ‘রাজশাহী আইটি-আইটিইএস জব ফেয়ার’র শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে এ মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

দিনব্যাপী এ চাকুরি মেলায় দেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ঢাকা, রাজশাহী, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের আইটি বিষয়ক প্রতিষ্ঠান ও স্নাতক ডিগ্রিধারী প্রায় ১৫ হাজার তরুণ-তরুণী অংশগ্রহণ করছে।

সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত চাকুরি প্রত্যাশীগণ বিভিন্ন প্রতিষ্ঠানে জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবে। জমাকৃত সিভি থেকে নির্বাচিত প্রার্থীদের বিকালে স্বাক্ষাৎকার নেওয়া হবে। সন্ধ্যায় টিএসসিসিতে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক এম হুমায়ূন কবীর, এলআইসিটি প্রকল্পের ইন্ডাস্ট্রির প্রোমোশন স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম প্রমুখ।

এসময় তারা মেলা প্রাঙ্গনের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় স্থাপনকৃত কৃত্রিম রোবট পেরু সঙ্গে কথোপকথন করেন। পেরু সোফিয়ার আদলে তৈরি বাংলাদেশি রোবটও আনা হয়েছে।

এছাড়াও মেলায় বিতর্ক প্রতিযোগিতা, ক্যারিয়ার বিষয়ক চারটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা চলাকালীন অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউ মেলায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।


Exit mobile version