আবরার হত্যার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


রাবি প্রতিনিধি:
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাত হত্যাকান্ডের বিচারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে মহাসড়ক অবস্থান নেয়ার সময় পুলিশ বাঁধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে তিন দফা ধাক্কাধাক্কি হয়। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত পুলিশ-শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছিলেন।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এই ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য পুলিশ মাইকে ঘোষণা দেন।

এমনকি যদি মহাসড়ক থেকে না সড়ে যায় তাহলে লাঠি চার্জ করা হবে বলেও ঘোষণা দেয় পুলিশ। তবে শিক্ষার্থীরা এই ঘোষনায় সাড়া না দিয়ে বিচার চেয়ে স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।

বিস্তারিত আসছে……


শর্টলিংকঃ