Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পঞ্চমবারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে আগামী শুক্রবার (৬ ডিসেম্বর)। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটারস (গোল্ড) বাংলাদেশ দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে।

সংগঠনটির সমন্বয়ক এজাজ আহমাদ লিখিত বক্তব্যে বলেন, আগামী শুক্রবার সকাল ৯ টায় সিরাজী ভবনের সামনে বিতর্ক উৎসব উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু এবং প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান।

সকাল সাড়ে দশটায় থেকে আন্তঃ বিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি এর ৭২ জন বিতার্কিক অংশগ্রহণ করবে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪ জনেরও বেশী স্বনামধন্য সাবেক বিতার্কিক এই প্রতিযোগিতার বিচারকাজ পরিচালনা করবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানের সমাপনী হবে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার মুক্তমঞ্চে। এতে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, উপ-উপাচার্য ড. চৌধুরী মো. জাকারিয়া এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সহ-সভাপতি আলী ইউনুস হৃদয় প্রমুখ।

 


Exit mobile version