রাবিতে দুই দিনব্যাপী ইতিহাস লেখক সম্মেলন শুরু


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :
‘রাজশাহী হেরিটেজ আরকাইভস’ এর আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী স্থানীয় ইতিহাস লেখক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (০৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট ইতিহাসবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন।

অনুষ্ঠানে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘আমাদের এখানে ব্রিটিশরা স্থানীয় ইতিহাস চর্চা শুরু করেছিল। তবে আমরা সেভাবে স্থানীয় ইতিহাসের চর্চা করি নি। এটা আমাদের কাছে গর্বের ব্যাপার হয়েই থেকে গেছে। স্থানীয় ইতিহাস এখন স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়গুলোর সমালোচনা করে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চরিত্র, বিশ্ববিদ্যালয়ের
শিক্ষকদের চরিত্র এরকম হওয়ার কথা ছিল না। বিশ্ববিদ্যালয়কে আমরা বিশ্ববিদ্যালয় রাখতে পারিনি। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কিংবা প্রভোস্ট হওয়াটাই বড় কথা নয়। এখান থেকে চলে গেলে কেউ মনে রাখবে কি না সেটাই আসল।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবাহান বলেন, ‘আমরা যদি কিছু রেখে যেতে না পারি তাহলে পরের প্রজন্ম জানবে কীভাবে? গবেষণা কীভাবে করবে? ইতিহাসবিমুখ জাতি এগিয়ে যেতে পারে না। তাই সবাইকে নিজ জায়গা থেকে ইতিহাস সংরক্ষণে কাজ করতে হবে। এসব কাজ ইতিহাসকে, জাতিকে সমৃদ্ধ করবে।’

এর আগে অনুষ্ঠানের শুরুতে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুলের পরিচালনায় নির্মিত ‘হেরিটেজ আরকাইভস: ইতিহাসের আশ্রয়’ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিনেট ভবনে দুইটি সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার হেরিটেজ আরকাইভসের সম্মেলন কক্ষে স্থানীয় ইতিহাস লেখকদের মিলনমেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ও হেরিটেজ আরকাইভসের প্রতিষ্ঠাতা অধ্যাপক মাহবুবুর রহমান। সাজ্জাদ বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় ইতিহাস লেখক সংঘের পক্ষে খায়রুল আনাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেটের নর্থ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতফুল হাই শিবলী। এছাড়াও অনুষ্ঠানে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফায়েক উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ