- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

রাবিতে নতুন পাঁচ সহকারী প্রক্টর


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সহকারী প্রক্টর পদে নতুন পাঁচ শিক্ষককে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশের মাধ্যমে এ তথ্য জানান হয়।

আগামী বুধবার (১ জুলাই) থেকে এ আদেশ কার্যকর হবে। সহকারী প্রক্টর পদে নিয়োগপ্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম, ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সাজু সরদার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক এনএএম ফয়সাল আহমেদ এবং ফলিত গণিত বিভাগের প্রভাষক আবদুল আওয়াল।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই পদে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) বর্তমান সহকারী প্রক্টরদের মেয়াদ শেষ হবে। পরের দিন বুধবার (১ জুলাই) থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন এই পাঁচজন সহকারী প্রক্টর তাদের দায়িত্বভার গ্রহণ করবেন।