Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাবিতে প্রতিবন্ধীদের সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন


রাবি প্রতিনিধি:

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারাও সমাজের অন্য দশজনের মতো। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বর্তমান সমাজে প্রতিবন্ধীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। দেশে উন্নয়ন অব্যাহত রাখতে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের বিকল্প নেই।’

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন সংগঠন ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এ মানববন্ধনের আয়োজন করে। এবছর বিশ্ব অটিজম দিবসের প্রতিপাদ্য ‘সহায়ক প্রযুক্তি ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার।’

মানববন্ধনে অংশ নিয়ে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, সহায়তার মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূলধারায় আনার প্রয়াস চালাতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এ ক্ষেত্রে সহায়ক হতে পারে। তাঁরা সুযোগ-সুবিধা পেলে দেশের কল্যাণে ভাল ভূমিকা রাখতে পারবে।

সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম। এতে সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক রুবেল আহমেদ, অর্থ সম্পাদক জাহানুর ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক মিজানুর রহমানসহ অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


Exit mobile version