রাবিতে ভর্তিচ্ছুদের বিক্ষোভ মিছিল


রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনে স¦তন্ত্র পৃথক ইউনিট রাখার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ভর্তিচ্ছুরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে এবং পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো ইউনিট নেই। কিন্তু পরীক্ষার্থীরা নিজ নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে অন্য ইউনিটের বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এই পদ্ধতি অযৌক্তিক। আমরা জানতে চাই, বাণিজ্য বা কলা অনুষদে ভর্তি হতে কেন পরীক্ষার্থীকে পদার্থ, রসায়ন বিষয়ে পরীক্ষা দিতে হবে? এসব বিষয়ের সঙ্গে কলা বা বাণিজ্য অনুষদের বিষয়ের কোনো সম্পর্ক নেই।’

এসময় বক্তারা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এমন পদ্ধতির ফলে অনেক মেধাবী শিক্ষার্থী কলা বা বাণিজ্যের বিষয়ে ভর্তি হতে পারবে না। আমাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বতন্ত্র বিভাগ বা পরিবর্তন ইউনিট রাখা হোক। বিভাগ পরিবর্তন ইউনিটে কেবল বাংলা, ইংরেজি এবং সাধারণ বিজ্ঞান বিষয়ের ওপর পরীক্ষা নিতে হবে।’

উল্লেখ্য, গত ২৪ জুলাইয়ের বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষায় কেবলমাত্র একটি ইউনিটে পরীক্ষা দিয়েই ভর্তিচ্ছু বিভাগ পরির্তনের সুযোগ নিতে পারবে।


শর্টলিংকঃ