রাবিতে ‘ভালো শিক্ষকের গুণাবলী’ শীর্ষক সেমিনার


রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন যোগদান করা নবাগত শিক্ষকদের নিয়ে ‘ভালো শিক্ষকের গুণাবলী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে’ এ সেমিনারের আয়োজন করা হয়।

রাবিতে ভালো শিক্ষকের গুণাবলী শীর্ষক সেমিনারে বক্তৃতা করছেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন জনসংযোগ দফতরের সাবেক প্রশাসক ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এমএ বারী।

আইন বিভাগের অধ্যাপক ও টিএসসিসি এর পরিচালক হাসিবুল আলম প্রধানের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক অংশ নেন।


শর্টলিংকঃ