- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

রাবি শিক্ষার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বুধবার রাত সাড়ে ৯টার দিকে  এক শিক্ষার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার সুরমান আলী সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

সুরমান আলী জানান, রাতে টিউশন শেষে তিনি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পেছনের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ওই রাস্তায় আগে থেকে দু’টি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা পাঁচজন যুবক তাকে থামতে বলেন।

এসময় তিনি সাইকেল থামাতেই তার মাথায় ও কোমরে অস্ত্র ঠেকিয়ে এবং গলায় ছুরি ধরে মোবাইল ও টাকা-পয়সা দিয়ে দিতে বলেন। ছিনতাইকারীরা তারা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়ে।তার দাবি, ‘মানিব্যাগে টিউশনের বেতনের তিন হাজার টাকা ছিল। ছিনতাইকারীরা মুখ ঢেলে ছিল।

এ ব্যাপারে  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান  বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।