রাবিতে স্বাধীনতা দিবস বিতর্কে চ্যাম্পিয়ন বঙ্গবন্ধু হল


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘মহান স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা-২০১৯’ এর আন্তঃহল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় শহীদ মিনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত ফাইনালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

চ্যাম্পিয়ন বঙ্গবন্ধু হল দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা

এছাড়াও প্রতিযোগিতায় আন্তঃক্লাব ক্যাটাগরিতে রাবির ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিজনেস স্ট্যাডি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ)।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল বির্তক পাঠশালার আয়োজনে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় আন্তঃক্লাব ক্যাটাগরিতে সাধন মুখার্জী এবং আন্তঃহল ক্যাটাগরিতে তানভীর খন্দকার সেরা বিতার্কিক নির্বাচিত হন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ‘আদর্শ মানুুষ হতে হলে চাই যোগ্যতা; যা শিক্ষা, জ্ঞান ইত্যাদির মাধ্যমে অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী দেশ ও দশের প্রতি দায়বদ্ধ। নিজেকে সেভাবে তৈরি করার জন্য তোমাদেরকে বিভিন্ন অঙ্গনে অংশগ্রহণ করতে হবে। সমাজে যখন তোমরা নিজেদের বিতার্কিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেদিনই এসব আয়োজন স্বার্থক হবে।’

রানার আপ ফজিলাতুন্নেছা মুজিব হল দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম, সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অধ্যাপক হাসিবুল আলম প্রধান। এতে সভাপতিত্ব করেন পাঠশালার সভাপতি মো. শাকিল।

গত ২১ মার্চ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় আন্তঃক্লাব ক্যাটাগরিতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন কলেজের ৩০টি দল এবং আন্তঃহল ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ২০টি দল অংশগ্রহণ করে।


শর্টলিংকঃ